জুলাই-আগস্ট আন্দোলনে রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৩ নভেম্বর) ঢামেকের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। কিন্তু ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই।’
আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীরা নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকার দেশের চিকিৎসা ক্ষেত্রকে রাজনীতিকরণ করে রেখেছিল। এই সেবা খাতকে রাজনীতিমুক্ত রাখতে হবে।
৪ আগস্ট চিকিৎসকদের শান্তি সমাবেশ করা দুঃখজনক মন্তব্য করে যার যার জায়গা থেকে জুলাই স্মৃতি লিখে প্রকাশের আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘বিপ্লবে ঢামেকের বড় অবদান থাকলেও ৫ আগস্টের পর আমরা সেভাবে স্বীকৃতি দিতে পারিনি। জাতির কাছে এই অবদান তুলে ধরতেই আজকের এই আয়োজন।’
তিনি বলেন, ‘৪ আগস্ট প্রতিটি মেডিকেলে শান্তি সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দালাল চিকিৎসকরা। আমরা দেখেছি, আওয়ামী লীগ প্রতিটি খাতে রাজনীতি প্রবেশ করিয়েছে। আর স্বাস্থ্য খাতকে পুরোপুরি কবজায় নিয়েছে। আমরা চিকিৎসা খাতে আর কোনো রাজনীতি চাই না।
বাংলাদেশ সময়: ১৬:০২:২৮ ৬ বার পঠিত