বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, ফ্যাসিষ্টদের বানানো সংবিধান যা কিনা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের উপযোগী করে বানানো তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ, আইনকানুন সব কিছু মানুষের উপযোগী বদলাতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ৭২ এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান কে বদলাতে হবে।

তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।

গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৭   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ