বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্য প্রসারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নতুন নতুন পর্যটন গন্তব্য আবিষ্কার ও দেশি-বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন মেলা অনুঘটকের ভূমিকা পালন করে।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ পরিদর্শন শেষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর স্টলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বরে শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলার পর্দা নামছে আগামীকাল। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে ২৮৪টি স্টল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:১০   ১০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ