প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলগুলোতে এখনো আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকারি প্রাথমিক স্কুলগুলো ভালোভাবে চলে না। সরকারি স্কুলের শিশুরা বেশি ঝরে পড়েছে কোভিডের সময়টায়। ওই সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল।’
তিনি বলেন, ‘অনেকে সরকারি চাকরি করেন, তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সময়ের সঙ্গে মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে সন্তানদের দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে। ’
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১১:৫৯ ৬ বার পঠিত