ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। অঞ্চলটির বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরাইলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আলজাজিরাকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরাইলি হামলার পরে বহু মানুষের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।
তিনি বলেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের। কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনো উপায় নেই বলেও জানান তিনি। কারণ ইসরাইলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাধা দিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪ হাজারেরও বেশি মানুষ।
বাংলাদেশ সময়: ১০:২০:৫৭ ৩ বার পঠিত