পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলা » পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

বছরের শেষ ম্যাচে বুধবার (২০ নভেম্বর) পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত আর্জেন্টিনা দল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। পেরুকে ১-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির দল।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে স্ক্যালোনি একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় ইনজুরিতে পড়ার অ্যাতলেটিকো মাদ্রিদের সিমিওনেকে দলে ডাকতে হয় আর্জেন্টিনার কোচকে। তবে পেরুর বিপক্ষে মাঠে তার কোনো প্রভাব পরেনি।

বুয়েনস আয়ার্সে প্রথমার্ধে আক্রমণের ভীতি ছড়িয়েও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৫৫তম মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এর পরেও একের পর এক আক্রমণ করে গেছে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনির দল।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। এদিকে ইকুয়েডরের কাছে কলম্বিয়া ১-০ গোলে হারায় পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন এসেছে। তিনে উঠে এসেছে ইকুয়েডর। আর চারে নেমে গেছে কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১১   ১৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ