দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান

প্রথম পাতা » ছবি গ্যালারি » দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনায় ঢাকার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রদূত জাপান ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কার্যকর জনমুখী প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস ফর এশিয়া প্যাসিফিক’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (অ-পিএডি) এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

জাপানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এই সিম্পোজিয়াম এই অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নেটওয়ার্ক শক্তিশালী এবং জ্ঞান বিনিময়কে উৎসাহিত করবে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সক্ষমতা বাড়ানোর জন্য আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধিতে তাদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪৪   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ