বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সম্পর্কিত একটি সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এবং এটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই আজকের সভা আয়োজন করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ১৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়াও, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সুবিধার্থে রাস্তায় যানজট কমাতে ট্রাফিক বিভাগ কাজ করবে।

তিনি জানান, ১৬ ডিসেম্বর সব জায়গায় এক রঙের পতাকা উত্তোলন করা হবে এবং এ ব্যাপারে নজর রাখা হবে যাতে কোথাও ভিন্ন রঙের পতাকা টানানো না হয়। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সুন্দরভাবে আলোকসজ্জা করা হবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসে নাশকতার কোন আশঙ্কা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের দেশের সবার বিজয়, এটা কোনো একক দলের বা মানুষের নয়, এটি সবার বিজয়।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২১   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ