শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে ও অভিভাবকদের উৎসাহিত করতে আগস্ট থেকে আমরা প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সমকাল আয়োজিত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে চাই স্বপ্নের পার্ক ও খেলার মাঠ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জাহিদ আহসান রাসেল জানান, এই বৃত্তি দিচ্ছি যাতে আমাদের শিশু, খেলোয়াড় ও অভিভাবকরা খেলাধুলায় আরও আগ্রহী হয়। আমি মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। খেলাধুলায় এটি অনন্য দিক হবে বলে আমার বিশ্বাস। তবে দেশের প্রতিটি উপজেলায় আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম করছি। আমার সময়ে ১৮৬টি স্টেডিয়ামের প্রকল্প নেওয়া হয়েছে।
এ সময় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিটি করপোরেশন সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন, ওয়াল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পালমা। এতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৫ ৩৭ বার পঠিত