রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. আবির খান রাব্বি (২৩) এবং তার অন্যতম সহযোগী মো. ইউসুফকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৪ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, দীর্ঘদিন ধরে রাব্বি ও ইউসুফ বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে যোগসাজশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে আসছিলেন।
তারা চোরাই মোটরসাইকেলের আংশিক পরিবর্তন বা মোডিফাই করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫০:১৩ ৪২ বার পঠিত