ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক

প্রথম পাতা » খুলনা » ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটক তিন নারী হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আব্দুল হাদী এলাকার বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে তানজিলা আক্তার (১৬) ও সানজিদা আক্তার (১৫)। তারা ।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বুধবার সকালে রুদ্রপুর সীমান্ত দিয়ে তিন নারী অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই সীমান্তের কাছাকাছি অবস্থান নেয়। তারা জানতে পারেন তিনজন নারী সীমান্তের মাঠের মধ্যে একটি ডিপ মেশিনের ঘরে অবস্থান করছেন। পরে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান আরও জানান, আটক তিন নারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৮   ২৮ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল



আর্কাইভ