ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনসেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৯   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ