বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নাই: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা হিরো আলম বলেছেন, বিএনপি বা অন্য কোনো দল তার সঙ্গে যুক্ত নাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

পরে তিনি সাংবাদিকদের বলেন,

আগে দুইবার আপনার নমিনেশন বাতিল হয়েছে। তারপরও আপনি আবার নির্বাচনে নমিনেশন নিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নে হিরো আলম বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিধায় আমার মনে হচ্ছে ঢাকায় নির্বাচন সুষ্ঠু হবে। তাই আমি নমিনেশন নিয়েছি।

ঢাকা-১৭ আসনে গুলশান, বনানীর মতো এলিট শ্রেণি কি আপনাকে ভোট দেবে বলে মনে করেন, এমন প্রশ্নে তিনি বলেন,

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৯   ৪৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ