শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
রোববার (১০ নভেম্বর) সকালে নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানারা আক্তার উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে শহীদ নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে জিরো পয়েন্ট বা নূর চত্বরে আসেন পরিবারের সদস্য ও অন্যান্যরা।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৭ ৫ বার পঠিত