মার্কিন চাপে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ কাতারের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন চাপে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ কাতারের
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



মার্কিন চাপে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ কাতারের

যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে বহিষ্কার করতে সম্মত হয়েছে কাতার। এরই মধ্যে গোষ্ঠীটির নেতাদের দোহা ছাড়ার নির্দেশও দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কাতারি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

প্রতিবেদন মতে, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতা কাতারের রাজধানী দোহায় বসবাস করে আসছেন। গাজা সংঘাতের শুরু থেকে ইসরাইল ও হামাসের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। এদিকে এসব নেতার সঙ্গে সম্পর্ক না রাখতে কাতার সরকারকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘হামাস একটা সন্ত্রাসী গোষ্ঠী যারা মার্কিনিদের হত্যা করেছে এবং মার্কিনিদের জিম্মি করে রেখেছে। জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পর গোষ্ঠীটির নেতাদের আর যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়।’

চলতি বছরের সেপ্টেম্বরে হামাসের হাতে বন্দি হার্স গোল্ডবার্গ-পোলিন নামে এক আমেরিকান-ইসরাইলি জিম্মির মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পর মার্কিন কর্মকর্তারা কাতার কর্তৃপক্ষকে চাপ দেয় যে, হামাসকে তাদের দেশে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে।

শেষ পর্যন্ত ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করে কাতার। এবং প্রায় এক সপ্তাহ আগে হামাসকে কাতার ত্যাগ করার নোটিশ দিয়েছে। কাতারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় শান্তি স্থাপনের জন্য সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়া এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে দোহা।

ওই কর্মকর্তার ভাষায়, ‘এখন থেকে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব এবং জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানায়। কিন্তু হামাস তাতে সায় দেয়নি। তারপর ওয়াশিংটন কাতার সরকার বরাবর অনুরোধ করে যে হামাসকে যেন (দোহা ত্যাগের) নোটিশ দেয়া হয়। আমরা সেই অনুরোধে সাড়া দিয়েছি।’

তবে নোটিশ দেয়া হলেও কত দিনের মধ্যে হামাস নেতাদের দোহা ছাড়তে হবে- এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি ওই কর্মকর্তা। কাতার ছেড়ে হামাস নেতারা কোথায় যাবেন তাও স্পষ্ট নয়। তবে তুরস্ককে একটা সম্ভাব্য গন্তব্য হিসেবে মনে করা হচ্ছে। যা নিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১:২৯:৫৭   ১৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ