সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ

প্রথম পাতা » খুলনা » সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ মো. রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ নভেম্বর) সকালে কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন এক কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম; এর মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানে সীমান্ত এলাকায় আসা মো. রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯:১১:১৩   ৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ