৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে

প্রথম পাতা » খেলা » ৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে

কোচ বদলে ৩৮০ দিন পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে পা-ওককে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। আর ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে গ্যালাতাসারে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর চলতি মৌসুমেও প্রথম ৩ ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। রুড ভ্যান নিস্টলরয় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর সেই আক্ষেপ ঘুচল দলটির। ২২ বছর বয়সী আমাদ দিয়েলোর জোড়া গোলে পা-ওককে হারিয়েছে দলটি।

ওল্ড ট্রাফোর্ডে গতকাল (৭ নভেম্বর) রাতে প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়। বিরতির পর ৫০ মিনিটে প্রথম গোল করেন আমাদ দিয়েলো। ৭৭ মিনিটে দ্বিতীয় গোলটিও করেছেন তিনিই। বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন আইভেরী কোস্টের এই ফুটবলার।

২-০ গোলের এই জয়ে ইউরোপা লিগ পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউনাইটেডের প্রথম জয়ের রাতে ইউরোপা লিগে প্রথম হারের ধাক্কা টটেনহ্যাম শিবিরে। উড়তে থাকা গ্যালাতাসারের কাছে ৩-২ গোলে হেরেছে টটেনহ্যাম।

ইউনুসের গোলে ষষ্ঠ মিনিটেই ঘরের মাঠে এগিয়ে যায় গ্যালাতাসারে। ১৮ মিনিটে উইল ল্যাঙ্কশিয়ারের গোলে অবশ্য দ্রুতই সমতায় ফেরে টটেনহ্যাম। তবে টার্কিশ ক্লাবটিকে আবারও এগিয়ে দেন ভিক্টর ওশিমেন। ৩১ মিনিটে নাইজেরিয়ান তারকার দুর্দান্ত গোলে আবারও লিড পেয়ে যায় গ্যালাতাসারে। প্রথমার্ধের ৩৯ মিনিটে লিড দ্বিগুণ করে ফেলে গ্যালাতাসারে। এবারও গোল আসে ওশিমেনের পা থেকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে আরও ছিটকে যায় টটেনহ্যাম। গোল করা ল্যাঙ্কশিয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি। ডমিনিকের গোলে ব্যবধান কমলেও ইউরোপায় প্রথম হার এড়ানো সম্ভব হয়নি টটেনহ্যামের।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭   ২৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা
মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার



আর্কাইভ