ভোলায় গ্রেনেডসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলায় গ্রেনেডসহ যুবক আটক
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



ভোলায় গ্রেনেডসহ যুবক আটক

ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ মো. সুজন নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে, মঙ্গলবার (০৫ নভেম্বর) দিনগত মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাস মো. সুজনকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

তনি আরও বলেন, আটক সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। আটকের পর তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০৩   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ