চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে বর্তমান পরিস্থিতি থেকে উন্নত করা হবে। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। সড়ক দখল করে যেন কোনো দোকান না বসে সেগুলো মনিটোরিং করা হবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

তিনি বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫২   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রেলওয়ের হাসপাতালগুলোতে সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেয়া হবে : উপদেষ্টা ফাওজুল কবির
পাহাড়ে নববর্ষ ও চৈত্র সংক্রান্তির সাতরঙা উৎসব
ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক - গোলাম মোহাম্মদ কাদের
লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
ময়মনসিংহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ৬ নেতা আহত



আর্কাইভ