ঢাকা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে আজ বাস-ট্রাক ও লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টায় উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
আহতদের দেবীদ্বার উপজেলা সদর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জনান, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক পাংচার হয়ে মাঝ রাস্তায় থেমে যায়। এ সময় পেছন থেকে কোম্পানীগঞ্জ থেকে দেবীদ্বারগামী রয়েল সুপার এসি নামে একটি বাস ও দেবীদ্বারগামী একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমরে-মুচড়ে যায়।
অপরদিকে বাস ও লরিটিও রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনটি যানবাহনের চালকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাণহানির তথ্য নেই বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করেতে পারেননি ওসি। বলেন- যানবাহনগুলো উদ্ধার ও যানজট নিরসনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫১ ৯ বার পঠিত