মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন। গেলো চার বছরের শাসনামলে দেশটি এ অবস্থায় পৌঁছেছে বলে মনে করেন তিনি।
স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। খবর আলজাজিরা’র।
এ সময় তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা (যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র) কঠিন, তাই না?’
ভোটারদের আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসের অধীনে ‘আরও চার বছরের অযোগ্যতা এবং ব্যর্থতা’ কিংবা তার অধীনে ‘দেশের ইতিহাসের চারটি সর্বশ্রেষ্ঠ বছর’ শুরু করার মধ্যে যেকোনো একটি বিকল্প বেছে নেয়ার পরামর্শ দেন ট্রাম্প।
তিনি বলেন,
চার বছরে তারা (ডেমোক্র্যাট) এই দেশে যা করেছে, তাতে তাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত।
‘তবে এটি হবে আমেরিকার নতুন স্বর্ণযুগ (ট্রাম্প নির্বাচিত হলে)। এটি একটি স্বর্ণযুগ হতে চলেছে। আমরা এর জন্য কাজ করছি,’ যোগ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন,
এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে (নির্বাচিত হলে) গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব।
যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও, ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে। তিনি বলেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে, তা নিশ্চিতে কাজ করব।’
যদিও এর আগে কমলা হ্যারিস বলেছিলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। এছাড়া, ইসরাইলকে বাইডেন প্রশাসন যে সহায়তা দিয়ে আসছে, কমলা তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে বেশকিছু গণমাধ্যম।
বাংলাদেশ সময়: ১০:২৫:০৫ ১০ বার পঠিত