ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের
শনিবার, ২ নভেম্বর ২০২৪



ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের

তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত ইসরাইলের সঙ্গে যেকোনো বাণিজ্য কার্যক্রমের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আঙ্কারা মে মাস থেকে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং এই সিদ্ধান্ত এখনো অব্যাহত আছে।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বোলাত বলেন, আমাদের কাস্টমস ইসরাইলের সমস্ত বাণিজ্য কার্যক্রমের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তেল আবিব স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন বিতরণের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক তার সিদ্ধান্তে অটল থাকবে। ইসরাইলে রপ্তানি এবং আমদানিসহ সব বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে ।

এদিকে বোলাত আরো জানিয়েছেন, আঙ্কারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে অধিকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বাণিজ্যের অনুমতি দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পণ্যগুলো ফিলিস্তিন-নির্ভর এবং ফিলিস্তিনিরা রপ্তানি করে।

বোলাত উল্লেখ করেছেন, এই অঞ্চলের সাথে ব্যবসা করা সব পণ্যের সঙ্গে ফিলিস্তিনিদের সাথে বাণিজ্যিক স্বার্থ আছে। এসব পণ্য রফতানি সরকারী নথিভুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন প্রায় ৭.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে তুরস্কে। যা তাদের মোট রফতানির ২৫ ভাগ।

বোলাত বলেন, ফিলিস্তিনি রপ্তানিকারকরা ফিলিস্তিনের জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ে আবেদন করে এবং তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে৷

তুর্কি বানিজ্যমন্ত্রী আরো বলেন, এই প্রক্রিয়াটির লক্ষ্য হল ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণ করা এবং ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন তুলে ধরা।

ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার পাশাপাশি, তুর্কি কর্মকর্তারা ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য সমস্ত দেশকে আহ্বান জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৩   ৩৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ