শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও মাহবুব হত্যা মামলায় শেরপুর সদর থানায় দায়েরকৃত মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. নুরুল ইসলাম তোতা (৫০)। সে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।

বুধবার রাত ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ১৪ জামালপুর।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।

র‌্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার হামলা চালায়। এসময় শিক্ষার্থীরা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলে প্রশাসনের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব আলম (২০)।

এরপর ছেলে হত্যা বিচারের দাবিতে গত ৮ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে যার মামলা মামলা রুজুর পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতি উপজেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২২   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ