ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত এক ইসরাইলি সেনা মারা গেছেন। সম্প্রতি উত্তর গাজায় তিনি আহত হয়েছিলেন বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এতে বলা হয়, ইসরাইলের ২৫ বছর বয়সী ওই সেনা ৫২তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন। গত ১৯ অক্টোবর গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ের সময় আহত হয়ে মৃত্যু হয়েছে তার।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্যানুসারে, গাজা, লেবানন এবং ইসরাইলে লড়াইয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭৭২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।
এদিকে উত্তর ইসরাইলের মানারা, কাফর জালাদি এবং জারিতের বসতিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে লেবানন থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরাইলের।
সূত্র: আলজাজিরা
বাংলাদেশ সময়: ১৪:৪৯:৪০ ১০ বার পঠিত