নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » চট্রগ্রাম » নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী সদরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬) , মো. কালাম (৩৮), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।

এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী সোমবার ভোর ৩টার দিকে ৫ জনকে আটক করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের কারাগারে পাঠানো হবে।’

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫০   ১২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ