ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

আলোর উৎসব দীপাবলির আর বেশি দেরি নেই। সে উৎসব আসার আগেই ছোট একটি ভিডিও বার্তা দিল টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। ওই ভিডিওতে দেখা যায়, ছেলের সাথে মা শুভশ্রী কথা বলছেন। ছেলে ইউভান ডাইনিং টেবিলে সুপার হিরো পুতুল নিয়ে খেলায় ব্যস্ত।

এমন সময় শুভশ্রী ছেলেকে প্রশ্ন করেন, ইউভান পটাকা ইজ নট গুড ফর..? তখন আধো আধো কণ্ঠে ইউভান যা বলে তা শোনা যায় না। তখন শুভশ্রীই বলেন, ফর দ্য এনভায়রনমেন্ট। যার বাংলা অর্থ দাঁড়ায়, পরিবেশের জন্য বাজি একেবারেই ভালো নয়।

শুভশ্রী আবারও প্রশ্ন করেন, আর কুকুররা কী হয়? ইউভান উত্তর দেয়, স্কোয়ার্ড হয়। অর্থাৎ ভয় পায়।

শুধু কুকুর নয়, বাজির শব্দে যে আশপাশের মানুষের যেমন অসুবিধা হয়, তেমনি আগুন লাগার ভয়ও থাকে। তাই ভিডিওর শেষে ইউভান অনুরোধ করে বলে, প্লিজ, নো পটাকা প্লিজ।

শনিবার এ ভিডিও শুভশ্রী তার ইন্সটাগ্রামে পোস্ট করেন সবার মধ্যে সচেতনতা বাড়াতে। এ ভিডিও দেখার পর নেটিজেন ও ভক্তরা মন্তব্যের ঘরে মা ও ছেলেকে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দেন।

উল্লেখ্য, ব্যক্তি জীবনে পরিচালক রাজ চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি নায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু হঠাৎই টালিপাড়ার সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন রাজ- শুভশ্রী। ২০১৮ সালের বিয়ের দুই বছর পর তাদের সংসারে আসে পুত্র সন্তান ইউভান। ২০২০ সালে ছেলের জন্মের ঠিক তিন বছর পর ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৩   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ