সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধান উপদেষ্টা
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধান উপদেষ্টা

নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতির অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

সশস্ত্র বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, সম্প্রতি নানা প্রতিকূলতা মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তা প্রকৃতপক্ষে পেশাদারিত্ব বহন করে। ভবিষ্যতেও সেটা বজায় থাকবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।

দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে, আগামী দিনেও যেন জনগণ তা পায়। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪২   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ



আর্কাইভ