রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল

প্রথম পাতা » খেলা » রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল

প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দৌড় আর ‘কালমা’ উদ্‌যাপন- ‘সিউ’ সবচেয়ে জনপ্রিয় হলেও ক্রিস্টিয়ানো রোনালদো এমন দৃশ্যও বহুবার দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার জালে বেশ কয়েক বার বল পাঠিয়ে এমন উদ্‌যাপন করেছেন তিনি। যেন তাকেই হুবহু নকল করলেন লামিন ইয়ামাল।

কোমরের কাছাকাছি হাত নিয়ে এমনভাবে উপর-নিচ করা, যাতে মনে হতে পারে শান্ত হওয়ার জন্য বলে জানান দেয়া হচ্ছে যে আরে আমি তো আছিই- ‘কালমা’ উদ্‌যাপনের দৃশ্য ও অর্থ মূলত এটাই। রোনালদোর সেই উদ্‌যাপন বার্নাব্যুতে ফিরিয়ে আনলেন ইয়ামাল।

শনিবার (২৬ অক্টোবর) রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে লামিনে ইয়ামাল তৃতীয় গোলটি করেন। পেনার বাড়ানো বল এক খেলোয়াড়ের মাথা থেকে যায় রাফিনিয়ার পায়ে। তিনি ইয়ামালকে পাস বাড়ান। সহজেই বল জালে পাঠান এই স্প্যানিশ। এরপরই ওই ‘কালমা’ উদ্‌যাপন।

স্প্যানিশ তরুণ রোনালদো-উদ্‌যাপনের মানে না বললেও সমর্থকরা আন্দাজ করে নিচ্ছেন। বলা হচ্ছে পর্তুগিজ তারকাকে ট্রল করেই ওই উদ্‌যাপন করেছেন তিনি।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটা ছিল লামিন ইয়ামালের প্রথম গোল। এর মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এই ১৭ বছর বয়সি, মাত্র ১৭ বছর ১০৬ দিন বয়সে গোল করলেন ইয়ামাল। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক বার্সা ফুটবলার আলফোনসো নাভারোর দখলে। ১৭ বছর ৩৫৬ দিনে গোল করে রেকর্ডটি করেছিলেন নাভারো।

বাংলাদেশ সময়: ১০:৫২:৫৭   ১২ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ