ইসরাইলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র, যুদ্ধের প্রস্তুতি?

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র, যুদ্ধের প্রস্তুতি?
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



ইসরাইলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র, যুদ্ধের প্রস্তুতি?

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। আবার যুদ্ধ এড়াতেও চাইছে দেশটি। সম্প্রতি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের দিক থেকে যখন পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে, তখনই এক প্রতিবেদনে এ খবর জানালো নিউইয়র্ক টাইমস।

মার্কিন এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে একইসঙ্গে তা এড়ানোরও চেষ্টা করছে।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে, চারজন ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। যারা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে ইসরাইলি হামলার জবাব দেয়ার জন্য ‘একাধিক পরিকল্পনা’ তৈরি করার নির্দেশ দিয়েছেন।

সতর্ক করে বলা হয়েছে, যদি উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে (ইসরাইলি হামলায়), তাহলে আবারও আক্রমণ করবে ইরান। তবে ইসরাইল যদি সীমিত সংখ্যক সামরিক স্থাপনা বা অস্ত্রের ডিপোকে লক্ষ্যবস্তু করে, সেক্ষেত্রে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

তেহরানের কর্মকর্তারা - যাদের মধ্যে দু’জন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অন্তর্গত - বলেছেন যে, ইসরাইল যদি তেল, পারমাণবিক স্থাপনা বা ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে; ১০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ বা সম্ভাব্য বিকল্প উপায়ে ইরান অবশ্যই প্রতিক্রিয়া জানাবে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ভূখণ্ডে পাল্টা হামলার চালানোর লক্ষ্যে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ছক কষছে ইসরাইল। তবে সব প্রস্তুতি সম্পন্ন করেও তেল আবিব হামলার পরিকল্পনা ‘আপাতত স্থগিত’ করেছে বলে জানা গেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের কারণে ইসরাইল ইরানে তার পাল্টা হামলার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল, নিউইয়র্ক টাইমস

বাংলাদেশ সময়: ১২:১৪:১২   ১২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ