গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চল ১৯ দিন ধরে অবরোধ করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করা হয়েছে।

শুধু শরণার্থীশিবিরই নয়, হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা।

আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে বুধবার ২৩ (অক্টোবর) এক দিনে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দি করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৭   ১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ