মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারি » মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দেশ একটি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর তো এটা কাম্য নয়। ক্রমেই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

আব্দুস সালাম বলেন, এ অবস্থা তৈরি হতো না, যদি সংস্কার করে নির্বাচন আয়োজনের পথে হাঁটত সরকার। যখন গণতন্ত্র থাকে না, তখন ষড়যন্ত্র হয়।

যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েন বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। সব সংস্কার করতে চান তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন। রাউন্ডটেবিলে ডাকেন সব দলকে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।

বন্যায় সরকারের ভূমিকা কী ছিল? প্রশ্ন রেখে এ বিএনপি নেতা বলেন, জিনিসপত্রের দাম কেন কমানো যাচ্ছে না। চাঁদাবাজদের কেন ধরছেন না। পানি ঘোলা করে অন্যদের সুযোগ দিয়েন না।

তিনি বলেন, জাতিকে হতাশ করে দিলে কিন্তু অন্যকিছু হয়। এই সরকারকে আমরা সফল দেখতে চাই। অন্যকিছু ঘটানোর চেষ্টা করবেন না।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩২   ২৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ