ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের সরকারি তোলারাম কলেজ থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে জড়ো হন। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শেষে সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ সারা দেশে মানুষের ওপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের ভয়ে বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আতঙ্কিত ছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে। তারা সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৯   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ