ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফর সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।
অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি তাকে আরও জানান, ছয়টি বড় সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩২ ৫০ বার পঠিত