নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় আসামির ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন কামরুজ্জামান (৩০)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে বাবু ওই পুলিশ সদস্যের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৫৯   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ