হাইওয়েতে পশুবাহী গাড়ি থামানো যাবে না

প্রথম পাতা » ছবি গ্যালারি » হাইওয়েতে পশুবাহী গাড়ি থামানো যাবে না
বুধবার, ১৪ জুন ২০২৩



হাইওয়েতে পশুবাহী গাড়ি থামানো যাবে না

কোরবানির পশুবাহী গাড়ি হাইওয়েতে থামানো যাবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান।

বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মো. শাহাবুদ্দিন খান বলেন, পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লেখা থাকবে। হাইওয়েতে কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না। কেউ বাধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না।

এর আগে সভায় এক ব্যবসায়ী অভিযোগ করেন সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয়। এই অভিযোগের বিষয়ে অতিরিক্ত আইজিপি বলেন, কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক বা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য পশুবাহী প্রত্যেক গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন, পরিবহন সংশ্লিষ্ট আছেন চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৭   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
ময়মনসিংহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ৬ নেতা আহত
নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান
শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ



আর্কাইভ