পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারি » পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
সোমবার, ২১ অক্টোবর ২০২৪



পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে আবেদন জমা দিয়েছেন তপন কুমার। একই সঙ্গে তিনি বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে নিজের কর্মস্থল বা অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এইচএসসিতে ফেল করা একদল শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে রোববার পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক তপন কুমার সরকার।

শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করব। সোমবার আমার পদত্যাগপত্র জমা দেব।’

রোববার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন এইচএসসিতে ফেল করা একদল শিক্ষার্থী। একপর্যায়ে বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। দুপুর পৌনে ২টার দিকে তারা তালা ভেঙে বোর্ডের ভেতরে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষে চলে যান। সেখানে ভাঙচুরও চালানোর অভিযোগ পাওয়া যায়।

সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৫৪   ২৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ