নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সকলেই বাসযাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের প্রতিনিধি শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।
জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও ৩ জন আহত হন।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১৯ অক্টোবর) সকালে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা আশঙ্কামুক্ত।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৯ ১৭ বার পঠিত