প্রায় এক বছর পর দেশের মাটিতে ম্যাচ খেলেই হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার পাশাপাশি দুইটি অ্যাসিস্টও করেছেন মায়ামির এই তারকা। আর তাতেই ১৫২ বছরের ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ডে নাম লেখালেন এলএমটেন।
আর্জেন্টিনার এস্তাদিও মাস মনুমেন্টালে বুধবার (১৬ অক্টোবর) বলিভিয়ার বিপক্ষে প্রথম হাফে একটি আর দ্বিতীয় হাফে দুইটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। তার পাশাপাশি প্রথম হাফে দুই গোলের সহায়কও ছিলেন তিনি।
এই দুই অ্যাসিস্ট ও তিন গোল করে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদানে নাম লেখালেন মেসি। ১৮৭২ সালে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। সেই থেকে ফুটবল দুনিয়া পার করেছে ১৫২ বছর। আর আজকের আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের মধ্য দিয়ে গোল অবদানের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়ালেন মেসি।
ক্যারিয়ারে তার গোল ৮৪৬ আর অ্যাসিস্ট ৩৭৭টি। সবমিলিয়ে ১ হাজার ২২৩ গোলে অবদান আর্জেন্টাইন এই মহাতারকার। অফিসিয়াল ম্যাচের হিসেবে এটিই সর্বোচ্চ।
এদিকে ৩ গোল আর ২ অ্যাসিস্ট করে ১৫ বছর আগের এক ঘটনা পুনরায় ফেরালেন লিওনেল মেসি। সবশেষ কনমেবল অঞ্চলের বাছাইপর্বে একই ম্যাচে হ্যাটট্রিক ও ২ অ্যাসিস্ট ছিল হোয়াকিন বোতেরোর। ২০০৯ সালে বলিভিয়ার এই তারকা এমন কিছু করেছিলেন আর্জেন্টিনারই বিপক্ষে।
এছাড়াও কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিক শুধু মেসির-ই রয়েছে। ৩৭ বছর বয়সি আর্জেন্টাইন অধিনায়ক ২০১৬ সালে ইকুয়েডর, ২০২১ সালে বলিভিয়া এবং ২০২৪ সালে ঐ একই প্রতিপক্ষের বিপক্ষে হ্যাটট্রিক করলেন।
বাংলাদেশ সময়: ১৫:২৭:৩৩ ২২ বার পঠিত