পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর জীবন ও কর্ম’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর জীবন ও কর্ম এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল ওয়াদুদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান আল-আজহারী।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫১ ১৯ বার পঠিত