জেলায় আজ জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে বেলা ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদের পরিচালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, অধ্যাপক মো. আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলা জামায়াতের আমীর নির্বাচনের জন্য রুকনদের পক্ষ থেকে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. ফখরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২:০৫:২৫ ১৭ বার পঠিত