বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রথম ক্র্যাশসহ তার সম্পর্কে চারটি তথ্য প্রথমবারের মতো মিডিয়ায় ফাঁস করেছেন ছোট বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
ভারতের জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এমন কাণ্ড ঘটান কারিনা। নেটফ্লিক্সের এ জনপ্রিয় অনুষ্ঠানে সম্প্রতি দুই বোন অতিথি হিসেবে হয়ে হাজির হয়েছিলেন।
অনুষ্ঠানে নানা প্রসঙ্গে আড্ডায় মেতে ওঠেন দুই অভিনেত্রী। এক পর্যায় মঞ্চে কপিল বলেন ওঠেন, আমি আর কারিনা মিলে আজ কারিশমার কিছু গোপন তথ্য ফাঁস করব।
এসময় কারিশমার কানে হেডফোন থাকায় তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতেই আলাপ চলতে থাকে কপিল আর কারিনার।
আড্ডায় প্রথমে কপিল কারিনাকে জিজ্ঞাসা করেন, কারিশমা অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তবে কারিনার এমন একটি সিনেমার নাম বলেন যে সিনেমা আপনার মোটেও ভালো লাগেনি।
কপিলের এমন প্রশ্নের উত্তরে কারিনা একটু অস্বস্তিতে পড়ে যান। বলেন, এটা আসলেই কঠিন প্রশ্ন। এদিকে কারিশমাও কপিল আর কারিনার কথা শুনতে না পেয়ে একটু চঞ্চল হয়ে পড়েন। তখনই কারিনা বলেন, কারিশমার যে সিনেমা আমার খারাপ লেগেছে সেটি হলো ময়দান-ই জাং।
এরপর কপিল দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, বলিউডে কারিশমার প্রথম ক্র্যাশ কে? কোনো সময় না নিয়েই একটু হেসে কারিনা বলেন, আমার মনে হয় সালমান খান।
তৃতীয় প্রশ্নে কারিনাকে কপিল জিজ্ঞাসা করেন, বোনের এমন একটি অভ্যাস জানান যা আপনার সবচেয়ে বেশি অপছন্দের।
জবাবে কারিনা বলেন, কারিশমা রেডি হতে অনেক সময় নেয়। আমি আধা ঘন্টায় রেডি হয়ে যাই। কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টাতেও কোনো অনুষ্ঠানের জন্য রেডি হতে পারে না কারিশমা।
কারিনার এমন উত্তর শুনে কপিল বলেন, যখন থেকে কারিশমা কানে হেডফোন লাগিয়েছেন, তখন থেকেই কারিনা ফুল মুডে বোনের সব তথ্য ফাঁস করছে। উপস্থাপকের এমন কথায় হাসির রোল ওঠে দর্শক সারিতে।
চতুর্থ প্রশ্ন হিসেবে কপিল কারিনাকে জিজ্ঞাসা করেন, দর্শক ও ভক্তদের জন্য কারিশমা অভিনীত কাঁপানো একটি চরিত্রের নাম কী বলবেন?
কারিনা বলেন, পাপী গুড়িয়া। এমন সময়ই কারিশমা অস্থির হয়ে বলেন, কান থেকে হেডফোন সরাতে চাই। তোমাদের আড্ডা এখন বন্ধ হওয়া উচিত। কারিশমার এমন চিৎকারে কপিল হেসে বলেন, হ্যাঁ, আপনি এখন হেডফোন কান থেকে সরাতে পারেন।
প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র নতুন এপিসোডে কারিনা লাল রঙের ক্লাসিক আর কারিশমা সাদা ও কালো রঙের পোশাকে উপস্থিত হয়েছিলেন। সপ্তাহে প্রতি শনি ও রোববার নেটফ্লিক্সে প্রচারিত হয় জনপ্রিয় এ শোটি।
বাংলাদেশ সময়: ১৩:৩৫:৫৪ ২০ বার পঠিত