আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারি » আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



---

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ অক্টোবর) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:০৬   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ