করাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশিষ্ট ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।
সিন্ধ গভর্নর বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে ড. নায়েককে এই সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ড. জাকির নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল, সিন্ধ হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রাফি, করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ ইরাকি, মুফি আব্দুল রহিম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডা. জাকির নায়েক আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে থাকবেন। এই সময়ের মধ্যে তিনি দেশটির বিভিন্ন শহরে সমাবেশ করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি, তিনি ইতোমধ্যে করাচিতে একটি জনসভা করেছেন। এছাড়া আগামী ১২-১৩ অক্টোবর লাহোর ও ১৯-২০ অক্টোবর ইসলামাবাদে বক্তৃতা দেয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২২:০৪ ১৬ বার পঠিত