ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাশাপাশি টিকেট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়।

জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ী বলেন, ‘নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামে যাবো। কাঁচপুর সেতু পার হতে দেড় ঘণ্টা সময় লেগেছে। চট্টগ্রাম পৌঁছাতে কতক্ষণ লাগবে এ নিয়ে শঙ্কায় আছি।’

রফিকুল নামে আরেক যাত্রী বলেন, ‘টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে পথেই ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকতে হচ্ছে।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক সময় সংবাদকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজার কারণে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। এ ছাড়া মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না।’

ওসি আরও বলেন, ‘থেমে থেমে যাচ্ছে গাড়ি। ফলে ভোর থেকে যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। এখন অনেকটা কমেছে। যানবাহন কোথাও থেমে নেই। ধীরগতিতে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

বাংলাদেশ সময়: ১২:৩৩:০৩   ২০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ