আজ ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৫৬: লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করেন।
১৯০২: হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।
১৯১১: চীনে দুই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩: পানামা খালের গাম্বোয়া বাঁধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯১৭: জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯: পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
১৯৩২: সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর ওপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু।
১৯৪২: কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
১৯৪৩: চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৬: মাদ্রাজ থেকে লর্ড ক্লাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু।
১৯৫৯: আর্জেন্টিনায় গৃহযুদ্ধ শুরু।
১৯৬৪: এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত।
১৯৬৭: প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর।
১৯৭০: দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭১: দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা।
১৯৭২: বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৮৬: সালভাদের ভূমিকম্পে দুই সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।
১৯৯২: ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হচ্ছে।
১৯৯৭: ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।
জন্ম
১৪৬৫: প্রথম সেলিম, উসমানীয় খলিফা ও নবম উসমানীয় সুলতান।
১৬৮৪: জাঁ-আন্টইনে ওয়াটেয়াউ, ফরাসি চিত্রশিল্পী।
১৭৩১: হেনরি ক্যাভেন্ডিস, ফরাসি ইংরেজি রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৮১৩: জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৮২৫: পল ক্রুগার, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
১৮৩০: দ্বিতীয় ইসাবেলা, স্পেনের রানি।
১৮৪৪: বদরুদ্দিন ত্যাবজী, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি।
১৮৬১: ফ্রিডটজফ নান্সেন, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার ও বিজ্ঞানী।
১৯০০: হেলেন হায়েজ, আমেরিকান অভিনেত্রী।
১৯০১: আলবার্তো গিয়াকোমেটি, সুইস ভাস্কর ও চিত্রকর।
১৯০৬: আর কে নারায়ণ, ভারতীয় লেখক।
১৯০৮: সবুর খান, রাজনৈতিক পার্লামেন্টারিয়ান।
১৯১২: অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ।
১৯১৩: ক্লাউডে সাইমন, নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি ফরাসি লেখক।
১৯১৬: সমর সেন, ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক।
১৯২৪: এড উড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩০: হ্যারল্ড পিন্টার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার ও নাট্যকার।
১৯৩০: ইভস চাউভিন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৩৫: খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
১৯৩৬: গেরহার্ড এরটল, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৯৩৭: সিরাজুল ইসলাম, বাংলাদেশি অভিনেতা।
১৯৪১: কেন সারো-ওয়িও, নাইজেরিয়ান লেখক ও সমাজকর্মী।
১৯৫৪: ফার্নান্দো সান্টস, সাবেক পর্তুগিজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৭: রুমিকো তিনি তাকাহাশি, জাপানি লেখক ও অঙ্কনশিল্পী।
১৯৬৬: টনি আলেকজান্ডার অ্যডামস, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৭৪: জুলিও রিকার্ডো ক্রুজ, সাবেক আর্জেন্টিনার ফুটবলার।
১৯৭৯: নিকোলাস মাসু, চিলির টেনিস খেলোয়াড়।
১৯৮৬: এজেকিয়েল গারাই, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৯১: জারদান শাকিরি, সুইস ফুটবল খেলোয়াড়।
১৯৯৪: বায় সূজী, দক্ষিণ কোরিয়ার গায়ক, ড্যান্সার ও অভিনেত্রী।
মৃত্যু
০০১৯: গেরমানিকুস, রোমান জেনারেল।
০৬৪৪: পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
০৬৮০: আল-হোসেইন ইবন আলী ইবন আবি তালিব, ফাতিমা জাহরা-এর পুত্র ও হাসান ইবন আলীর কনিষ্ঠ ভ্রাতা।
১৫৩৯: নানক, প্রথম শিখগুরু।
১৬৫৯: আবেল তাসমান, ডাচ বণিক ও এক্সপ্লোরার।
১৮২৭: উগো ফস্কল, ইতালীয় লেখক ও কবি।
১৮৩৭: চার্লস ফুরিয়ার, ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
১৮৭২: উইলিয়াম এইচ সেওারড, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪তম মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী।
১৯১৩: জাপান কাতসুরা তারো, জাপানি রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৬৩: এডিথ পিয়াফ, ফরাসি গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
১৯৭১: সৈয়দ ওয়ালিউল্লাহ, বাঙালি কথাশিল্পী।
১৯৮৪: আবদুল করিম আমিরি ফিরুজকুহি, ইরানের প্রখ্যাত কবি, গবেষক ও অধ্যাপক।
১৯৮৪: আয়াতুল্লাহ মির্জা খলিল কামারেহয়ী, বিখ্যাত মুফাসসির ও অধ্যাপক।
১৯৮৫: ইয়ুল বরয়নের, রাশিয়ান অভিনেতা।
১৯৮৫: জর্জ অরসন ওয়েলস, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৯৪: শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান), বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।
২০০০: সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ষষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।
২০০৪: ক্রিস্টোফার রিভ, সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
২০০৫: মিল্টন অবোটে, উগান্ডা রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
২০১০: জোয়ান সুথেরলান্ড, অস্ট্রেলীয় সুইস সরু ও অভিনেত্রী।
২০১১: জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।
২০১৫: রিচার্ড এফ হেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
দিবস:
আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস
স্তন ক্যানসার সচেতনতা দিবস ও
আন্তর্জাতিক মৃত্যুদণ্ডবিরোধী দিবস।
বাংলাদেশ সময়: ১১:২৩:০৮ ১৫ বার পঠিত