বাংলাদেশ পারমাণবিক হুমকির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের প্রথম কমিটিতে কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে কথা বলার সময় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এ আহ্বান জানান।
আজ এখানে পাওয়া এক বার্তা থেকে এ কথা জানা গেছে।
পররাষ্ট্র সচিব তার ভাষণে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণে বাংলাদেশের অটল অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করার জন্য সমস্ত রাষ্ট্রের অবিচ্ছেদ্য অধিকারের ওপর জোর দেন এবং এর অপব্যবহার রোধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উদীয়মান প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান, যাতে সংঘাতের পরিবর্তে শান্তির প্রচার করা যায়।
ইউএনজিএ’র ’৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটিতে ভাষণ দেওয়ার সময়, পররাষ্ট্র সচিব ‘ভবিষ্যতের চুক্তি’র লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি তার বক্তব্যে বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার ব্যাপক সংস্কার, বিশেষ করে সার্বভৌম ঋণ কৌশল এবং শক্তিশালী জলবায়ু কর্মসূচির মূল ক্ষেত্রগুলোর ওপর আলোকপাত করেন।
জসিম তারুণ্য নির্ভর সমাধান, প্রযুক্তিগত বিনিয়োগ এবং মানব পুঁজি উন্নয়নের মাধ্যমে অবৈধ আর্থিক প্রবাহ চিহ্নিতকরণ, অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
ইউএনজিএ-তে বাংলাদেশের এই আবেদন টেকসই উন্নয়ন, ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো এবং শান্তি-ভিত্তিক প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা চালিত একটি নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৯ ১৫ বার পঠিত