বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

প্রথম পাতা » ছবি গ্যালারি » বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী কাল

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। তাই এ মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠেছে গত ২ অক্টোবর। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবীন অভিনীত ‘সাবা’র তৃতীয় প্রদর্শন হচ্ছে কাল (বুধবার)।

এ উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’র প্রথম প্রদর্শন হয় ৪ অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় ৭ অক্টোবর। আগামী ৯ অক্টোবর সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কানাডার টরন্টোর পর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘সাবা’। প্রথম সিনেমায় আন্তর্জাতিকভাবে এমন সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন। ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে বুসান চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করছেন তিনি।

ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বুসানে অংশ নেয়ার বেশকিছু ছবিও। ওসব ছবিতে দেখা যাচ্ছে, পতাকার রং সবুজ রংয়ের শাড়ি পরে আন্তর্জাতিক উৎসবে ধরা দিয়েছেন মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’য় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো বেশ কজন তারকা।

বাংলাদেশ সময়: ১৪:১২:২০   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ