লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণকে অশুভ ইঙ্গিত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উর্মির ঘটনায় প্রমাণ করে প্রশাসনে কীভাবে ঘাপটি মেরে বসে আছে স্বৈরাচারের দোসররা। এরা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর কোনও সুযোগ নেই।
মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান-২ গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তিনি কথাগুলো বলেন।
রিজভী বলেন, ‘দেশের বিরুদ্ধে হাসিনাপুত্র জয়ের লবিস্ট নিয়োগের ঘটনা সাধারণ নয়, ভয়ঙ্কর ইঙ্গিত। তাদের কাছে থাকা বিপুল কালো টাকা দিয়ে এসব করা হচ্ছে। শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার করতে হবে। তার জন্য প্রয়োজন যৌক্তিক সময়ে নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘যারা এতো মানবতাবিরোধী কাজ করেছে, স্বৈরাচারদের দোসর ছিল, তাদের অপসারণ করুন। না হয়, গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নামবে। মেধাবী ও যোগ্যদের পদায়ন করুন।’
রিজভী আরও বলেন, ‘বঞ্চিত আমলরা যদি স্বৈরাচারের দোসরদের মতো ভাগ-বাঁটোয়ারায় ব্যস্ত থাকেন তাহলে জনগণ তাদেরও ধিক্কার জানাবে। আপনারা এতোদিন বঞ্চিত ছিলেন, এখন সততার সঙ্গে দায়িত্ব পালন করে উদাহরণ সৃষ্টি করুন।’
এ সময় গুলশান-২ এলাকায় পথচারী, দোকানদার ও এলাকাবাসীকে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
ডেঙ্গু বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘ডেঙ্গু নিয়ে সরকারের ঢিমেতাল আচরণ অগ্রহণযোগ্য। স্বৈরাচারের দোসররা প্রশাসনে থাকায় সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘মানুষের অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। জোরালো তৎপরতার মাধ্যমে ডেঙ্গু মহামারি থেকে মুক্তির ব্যবস্থা নিতে হবে। জনগণের দুর্ভোগ হয় — এমন কাজ দ্রুত শেষ করতে হবে। টাস্কফোর্স গঠন করে ডেঙ্গুর বিষয়ে কাজ করা উচিত।’
বাংলাদেশ সময়: ১৪:০৬:২৯ ১৯ বার পঠিত