মা হারালেন গায়ক আদনান সামি

প্রথম পাতা » ছবি গ্যালারি » মা হারালেন গায়ক আদনান সামি
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



মা হারালেন গায়ক আদনান সামি

ভারতের খ্যাতিমান গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খানের প্রয়াণ ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার সকালে সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদ দেন গায়ক নিজে।

তবে কী কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি আদনান সামি।

এক খোলা চিঠিতে মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দেন এই গায়ক। মায়ের ছবি পোস্ট করে আদনান লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান আর নেই। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন একজন ছিলেন, যাকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।’

গায়কের পোস্টে ভক্তরাও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। আদনান যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেন তার অনুরাগীরা।

আদনান সামির বলিউডের শেষ গান ছিল গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। খুব শীঘ্রই আবার এই গায়ক বলিউডে কামব্যাক করছেন বলেও খবর এসেছে। জানা গেছে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কাসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি।

বাংলাদেশ সময়: ১৭:১২:৪১   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ