পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. জালাল ফকির নামের এক সাবেক পৌর কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তার বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৬ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ফকির পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিতলা গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর মেজর জাহিদ ও পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জালাল ফকিরের বসতঘর থেকে ওই এয়ারগানটি উদ্ধার করা হয়। জালাল ফকির পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী ছিলেন এবং এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান বলেন, অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। তার বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৫   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ